খোশ আমদেদ পয়লা মোহররম।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Aug 9, 2021
- 1 min read

ইয়া আল্লাহ তোমার চাই না গযব চাই কেবলি রহম তোমার নূতন চাঁদে নূতন আশায় হেরি মোহররম।। অতীত দিনের মিটাও গ্লানি ক্ষম আমার অপরাধ আমার মাঝে পূর্ণ কর হে তোমার যত অপূর্ণ সাধ। প্রভু স্বমহিমায় টেনে তোল আর দিও না লাজ শরম।। হজরতের সেই হিজরত আমি ভুলে গেছি হে প্রভু ভুলে গেছি তাঁর উম্মত ছিলাম কি এই আমি কভু! শয়তানী সব চক্রে পড়ে মোর হৃদয় হল খুন জখম।। তোমার ডঙ্কা বাজাও প্রভু এলো যদি ফের মোহররম ছিটাও তোমার বৃষ্টি ধারা বহাও তোমার স্রোত রহম নবীন আশা বক্ষে আমার খোশ আমদেদ পয়লা মোহররম। (হিজরী নববর্ষ ১৪৪৩ এর প্রাক্কালে)
Comments