গাঁও গেরামের মানুষ।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Aug 17, 2022
- 1 min read

গাঁও গেরামের মানুষ আমি
ভাই রে (আমার) মাটি ঠিকানা
আমি মাটি গায়ে না মাখিলে
(আমার) মন যে মানে না।।
জনম আমার কুঁড়েঘরে
(ও ভাই) মাটির বিছানায়
মাটির সোঁদা পেলে আমি
ওগো ক্ষুধা ভুলে যাই
ও ভাই তোমরা বসে ভাবছ বুঝি
আমি মানুষ কি না!!
আমি ফলাই ফল ফসল আর
করি মাছের চাষ
(ও ভাই) মাঠে ঘাটে খালে বিলে
আমি সুখে করি বাস।
ভাটিয়ালি সুরে সুরে
আমি আনন্দে গাই গান।।
[ঢাকা, ১৭ আগস্ট ২০২২, হাঁটতে হাঁটতে]
Comentários