গাঁ।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Jan 22, 2022
- 1 min read
ঢোল কলমি ডাকে আমায় মৃদুল বায়ুর ইশারায় শাপলা বনে তুলতে শালুক কে যাবি রে শ্যামল গাঁয়।। শামুক ঝিনুক ডাকে তোদের ভালোবাসার ভীরু পা'য় দেশী মাছের নাচন তোরা দেখবি পানির কিনারায়। আকাশ থেকে ঝরবে বাদল বাজবে মাদল নিরালায়।। নাঙ্গা পায়ে নাঙ্গা গায়ে গাঁয়ের দামাল ছেলে সব ঐ দেখ না কেমন করে করছে ওরা কলরব! ওদের সাথে খেলতে পথে কে যাবি আয় রাঙা গাঁয়!! ঢাকা, ২২ জানুয়ারী ২০২২
Commentaires