গাঁয়ের রূপ।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Oct 3, 2021
- 0 min read
আমি শুধু খুঁজে বেড়াই আমার গাঁয়ের আগের রূপ
কেমন করে বুঝাই আমি রূপ ছিল তার অপরূপ।।
বোশেখ মাসে কাল বোশেখির ছিল আনাগোনা
সোনার মাঠে যতন করে পাট হতো ভাই বুনা
বর্ষাকালে বৃষ্টি জলের ছিল অনেক রূপ!
আমি শুধু খুঁজে বেড়াই আমার গাঁয়ের আগের রূপ।।
তখন ভাটিয়ালি গানের সুরে দুলত মাঠের জল
দেশি মাছে নাচত পেয়ে আষাঢ় মাসের ঢল
হারিয়ে গেল কোথায় যেন আমার গাঁয়ের রূপ।।
আমি শুধু খুঁজে বেড়াই আমার গাঁয়ের আগের রূপ।।
ঢাকা, ০৩ সেপ্টেম্বর ২০২১। চলার পথে
Comments