গভীর আঁধার।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Jan 10, 2022
- 1 min read
আঁধার অনেক গভীর হয়েছে প্রভাত হবে না আর
ভীরু কাপুরুষের স্বপ্নের রাত ভেঙে হবে চুরমার।
তোমাদের পাপে ম্লান হল দিন আসিল গভীর রাত
কোরবানি বিনে কেমনে চাহ আসিবে ফের প্রভাত!
যদি চাহ দিন! নোঙর তোল! জেগে উঠ আরবার।।
তোমরা ভুলেছ সহজ সরল সিরাতুল মোস্তাকিম
স্বর্গীয় মধু ছেড়ে তোমরা হৃদয়ে ঢেলেছ আফিম।
নিশানা ভুলে তোমরা ছুটেছ আত্মহননের পথে
মঞ্জিলে ভাই কি করে যাবে যখন উঠেছ ভুল রথে!
সুপ্রভাত যদি চাও তবে হও যাত্রী ঠিক কামরার।।
ঢাকা, ১০ জানুয়ারী, ২০২২। যানজটে, গাড়িতে বসে।
Comments