গল্পগুলো আমাদের।। ইসরাত জাহান সান্ত্বনা
- ইসরাত জাহান সান্ত্বনা
- Jun 19, 2021
- 1 min read
সেই গল্পটা সমুদ্র; আকাশ আর আমার; একান্তই যেন রূপকথা!!! নদী ভাঙ্গনের গল্পটা নাই বললাম; হতাশার গল্প কার ভালো লাগে??? বরং জেগে ওঠা চরে নতুন ধানের শীষে ঢেউ খেলানো বাতাসে কান পাতি। একটা ছোট্ট কুঁড়ের ঘরে নতুন চর যেন প্রসব করে জন্ম-মৃত্তিকার মহামায়া। বৈসবী বাতাসে ভেঙ্গে গুড়িয়ে যায় নিঃসঙ্গতা; নতুন চরে পুরোটাই অদম্য জীবন; মজ্জা রসহীন বেত বন নয়;বাঁশবন তবুও ভালো। রোদের লুটোপুটি আর চরে জলের দাগ সবকিছুই আমার;কাঁদতে চাইলেই জ্যোৎস্না নামাই । উন্মুক্ত চরাচরে নরম ঘাসে শুয়ে ভাবি বৃষ্টি নামুক জল-জ্যোৎস্নায়; মানুষ কষ্টে ভিজে ; বিধ্বংসী ভালবাসাতে ও ভিজে। নদীর গর্জন নিশুতি রাতে অচীন সুরের রাগিনী তোলে; বুকের পাঁজর ও মাটির পাঁজর এক আঁজলা স্বপ্ন দেয়। মগ্ন চৈতন্যে নগ্ন বেদনায় নিজেকে হারিয়ে খুঁজি; আমি কি মরীচিকা !!!প্রস্তর যুগের পথ-হারা কিশোরী!! এই নির্জনতা একান্তই আমার। বেহুলার নৈবদ্যের বেদনা যেন আমার; এই পৃথিবী শুধু আমার ভেবে বেহুদা কষ্টের ভিড়ে সুতীব্র ভাললাগায় চোখে জল ---- ঘুম টা ভেঙ্গে যায় আচানক --দখিনের জানালার একফালি রোদ; পর্দাটা সযতনে টেনে পরম মমতায় প্রিয়তমের ঘুমন্ত মুখে ছায়া দেই।।
কবি: বাংলাদেশের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
বিজ্ঞ আইনজীবী, বাংলাদেশ সুপ্রীমকোর্ট।
Comentários