ঘুমের ঘোরে।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Oct 11, 2021
- 1 min read
তুই ঘুমের ঘোরে রইলি পড়ে আল্লাহু নাম নিলি না কিসের প্রেমে মজলি রে মন কিসের হইলি দিওয়ানা। এই দুনিয়া তাসের ঘর তোর হবে ফানা ফানা কোথায় গিয়ে থাকবি রে মন আছে কি তা জানা থাকতে সময় পাঠাও রে মন বাঁচার মাল সামানা।। তুই ঘুমের ঘোরে রইলি পড়ে আল্লাহু নাম নিলি না.... তুই আল্লাহু নাম নিয়ে এলি এই ভবের দুনিয়ায় সেই নাম তুই ভুললি রে মন শয়তানের পাল্লায় তুই থাকতে সময় ওঠ রে জেগে কবরের ডাক যায় শোনা। তুই ঘুমের ঘোরে রইলি পড়ে আল্লাহু নাম নিলি না.... ঢাকা, ১১ অক্টোবর ২০২১
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
Comments