চাই না আমি।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Nov 9, 2021
- 1 min read
চাই না আমি বাঁধতে আমায় চার দেয়ালের আন্ধারে আমি তাঁহার হুকুম মেনে চলি যেমন চাহেন বান্দারে। আমার আছে খোলা মাঠ খোলা আকাশ খোলা জল বিশ্ব আমার হাতের মুঠোয় আমি প্রেমের গাই গজল। মুক্ত বিহঙ্গ রে আমি পুষ্প ফোটাই ভাণ্ডারে।। চাই না আমি বাঁধতে আমায় চার দেয়ালের আন্ধারে।। জন্মে আমি মুক্ত শিশু আল্লাহ তা'লার খলিফা ফিতরাতে যে রাখতে প্রভু পাঠান কিতাব সহিফা। আমি তাঁর হুকুম মেনে চলি ট্রানজিটের এই প্রান্তরে।। চাই না আমি বাঁধতে আমায় চার দেয়ালের আন্ধারে।। ঢাকা, ৯ নভেম্বর ২০২১
Comments