চাঁদ ও ফুল।। এলাহি তালুকদার
- বাঙলাকথা
- Jan 22, 2022
- 1 min read

দীঘির পাশে ফুলবাগানে চাঁদ উঠেছে ঐ
সকাল থেকে চাঁদটি আবার কোথা গেল সৈ?
সাত সকালে সে কি সুখি ফুলে ফুলে বয়?
রাতবেরাতে তাইতো সে চাঁদ হাসি খুশি রয়।
জ্যোস্না রাতে চাঁদটি যখন মধুর হাসি হাসে,
বিরহীনির চোখে তখন কত কথাই ভাসে ।
ফুল বাগানের ফুলেরা সব উর্ধাকাশে চায়,
তাদের মধুর স্মৃতি তারা মনের মাঝে পায়।
আলো দিয়ে চাঁদ মামা যে-ই থাকাই ফুলের দিকে,
ফুলেরা সব চাঁদকে আবার ইশারাতেই ডাকে ।
কাছেতো চাঁদ নাহি আসে বসে আছে আকাশে, নড়েচড়ে ফুলেরা সব ঝিরিঝিরি বাতাসে।
শোভা পায় চাঁদনী রাতে নীল সবুজ ঐ আকাশ,
খেলে দোলে দুলতে থাকে মুগ্ধা কারের বাতাস।
মনে যখন উঠে আমার মহানন্দের জোয়ার,
হতে চাই আমি যে ভাই চাঁদের কাঁধে সোয়ার।
ইচ্ছে জাগে মনে আমার ফুল বাগানে ঘুরবো,
ফুট ফুটে ডানা মেলে চাঁদের দিকে উড়বো।
Comments