top of page

চির উন্নত মম শির ! শাহ জালাল খান

Updated: Sep 1, 2021

সত্যনিষ্ঠ জাতিরা যখন , বার বার করে ভুল , ঠিক তখনই মনের গহীনে ঝাঁপটায় নজরুল । আমি তো ডেকেছি সে ডাক ছিল, গগন চূর্ণ নাদ , উল্লাসে মাতা শ্বেত শাসনের ,করে দিছি বরবাদ ।

দুই হাতে ঝরে কাব্য পুষ্প , সেতার সারদ বিণ , তার মায়াজালে মাথা নত আশী, বর্বর নাগিন ।

অমৃতে হোক গরলেতে হোক, পিয়ালায় মশগুল এক চোখে জ্বালি অগ্নিমশাল, আর চোখে বুলবুল। এক বুক ভরে নিয়েছি যে শ্বাস, ছুড়েছি উর্ধ্বদিকে কালো ঘূর্ণিতে নীল চক্ষুর, বর্ণ হয়েছে ফিকে ।

স্বরাজ- টরাজ ভ্রষ্ট নীতিতে, যত পুতুপুতু খেলা , দুই হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলে , চিনেছি সাদার চ্যালা ।

ধর্মে ভক্তি কর্মে সবার , আমি যে মর্ম বীর , মরু কাফেলার ঝঞ্ঝার সম ‘উষ্ণ চির অধীর ’ ।

দাসত্বের রাজ প্রাসাদ চুরে ,করেছি ভস্ম নীড় , মুক্তস্বাধীন বসত গড়েছি , সাধন তপস্বীর । আমি তো বাঙালি , সেই সে বাঙালি , ছিড়েছে যে জিঞ্জির , একটি বাক্যে জাত চিনিয়েছি , ‘উন্নত মম শির ’। (২৭ আগস্ট , ২০২১ , ১২ ভাদ্র ১৪২৮ নজরুলের ৪৫ তম চিরপ্রস্থানের দিনে)

Recent Posts

See All
বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয় শ্যামলীমার টানে হারিয়েছে, কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে। বাংলার মাটি সবুজের ঘাটি...

 
 
 

Kommentare


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page