জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতন ও মৌলভী আব্দুল করিম মাস্টার পাঠাগারে বৃক্ষরোপণ কর্মসূচি
- বাঙলাকথা
- Jun 12, 2021
- 1 min read

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সরাইলের বেড়তলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতন এবং মৌলভী আব্দুল করিম মাস্টার পাঠাগার ও প্রজ্ঞাকেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতন এবং মৌলভী আব্দুল করিম মাস্টার পাঠাগার ও প্রজ্ঞাকেন্দ্র অঙ্গনে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে অর্থ মন্ত্রনালয়ের উপ সচিব মোঃ জেহাদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা মানুষ পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি সিরাজুল ইসলাম, এটিএন বাংলার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও ব্রাহ্মণবাড়িয়া নিউজের সম্পাদক ইসহাক সুমনসহ এলাকার বিশেষ ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবু তাহের, কামরুল, নাঈম ও কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতনের শিক্ষক ও উপদেষ্টামন্ডলী।

প্রধান অতিথির বক্তব্যে মফিজ উদ্দিন আহমেদ বলেন, আল্লাহ মানুষ সৃষ্টির আগে বৃক্ষ সৃষ্টি করেছেন। মানুষের কল্যাণের জন্যই বেশি করে গাছ লাগাতে হবে এবং গাছের পরিচর্যা করতে হবে। তিনি বলেন, প্রতিটি বৃক্ষ আল্লাহ পাকের জিকির করে। সকলকে বৃক্ষরোপণে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজের রোপিত গাছ থেকে যত মানুষ ও প্রাণী উপকৃত হবে, তত পুণ্য প্রত্যেকের হিসাবে জমা হবে।

সভাপতির বক্তব্যে মোঃ জেহাদ উদ্দিন বলেন, বৃক্ষ বাঁচলে মানুষ বাঁচবে, আর মানুষ বাঁচলেই সভ্যতা রক্ষা পাবে। তিনি বলেন, প্রতিটি বৃক্ষ আল্লাহর সিজদায় অবনত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "যদি কোনো মুসলমান একটি বৃক্ষ রোপণ করে অথবা কোনো শস্য উৎপাদন করে এবং তা থেকে কোনো মানুষ কিংবা পাখি অথবা পশু ভক্ষণ করে, তবে তা উৎপাদনকারীর জন্য সদকাস্বরূপ গণ্য হবে।" (বুখারি: ২৩২০, মুসলিম: ১৫৬৩)।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ আগত অতিথিবৃন্দ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতনের চারপাশে ফুল, ফলজ, ঔষধি ও কাঠের চারা রোপণ করেন।
Comentarios