জাতীয় কবির গেজেটের পক্ষে শতভাগ ভোট
- বাঙলাকথা
- Aug 17, 2022
- 1 min read
Updated: Aug 19, 2022
বাঙলাকথা প্রতিবেদন

জাতীয় পর্যায়ের সাহিত্য পত্রিকা মাসিক বাঙলাকথা আয়োজিত একটি ফেইসবুক নির্বাচন (Facebook Poll) থেকে জানা গেছে, শতভাগ মানুষ চান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জাতীয় কবি ঘোষণা ও তাঁর রাষ্ট্রাচার (protocol) সংক্রান্ত সরকারী গেজেট হওয়া আবশ্যক।
এই নির্বাচনে এ পর্যন্ত মোট ১১২ জন ভোট দিয়েছেন এবং এই ১১২ জনই বলছেন যে, গেজেটটি হওয়া আবশ্যক।
উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার পর পরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২৪ মে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদায় সপরিবারে স্বাধীন বাংলাদেশে নিয়ে আসেন এবং তাঁর বাড়ির একদম কাছে ধানমণ্ডি ২৮ নম্বর সড়কে তাঁর জন্য সরকারী বাড়ি বরাদ্দ প্রদান করেন। কবির সম্মানে এ বাড়িতে জাতীয় পতাকা উড্ডীন থাকতো। বঙ্গবন্ধু সব সময় কবির খোঁজ খবর রাখতেন। স্বাধীন বাংলাদেশে কবির প্রথম জন্মজয়ন্তী (৭৩তম) উপলক্ষে প্রদত্ত বাণীতে বঙ্গবন্ধু বলেছিলেন, বাঙালির স্বাধীন জাতিসত্তার ঐতিহাসিক রূপকার হলেন কাজী নজরুল ইসলাম।
জাতীয় কবি সংক্রান্ত গেজেট প্রকাশিত না হলেও এখন পর্যন্ত রাষ্ট্রের সংশ্লিষ্ট সকল নথিপত্রেই কাজী নজরুল ইসলাম কে জাতীয় কবি হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া নজরুল ইন্সটিটিউট অধ্যাদেশ/আইনেও তাঁকে জাতীয় কবি হিসেবেই উল্লেখ আছে।
কিন্তু জাতীয় কবি সংক্রান্ত আলাদা গেজেট না থাকায় দীর্ঘদিন যাবত সরকারের কাছে দাবি জানানো হচ্ছে যেন শীঘ্রই তা করা হয় যেখানে জাতীয় কবির প্রোটোকল, তাঁর প্রতি জাতির দায়িত্ব ও কর্তব্য উল্লেখ থাকবে।
সর্বশেষ এ বিষয়ে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রীট পিটিশন দায়ের করা হয়েছে। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা সংক্রান্ত গেজেট সরকার কেন প্রকাশ করছে না এ বিষয়ে হাইকোর্ট বিভাগ সরকারের বরাবর রুল জারি করেছে।
Comments