জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতনে জাতীয় পাঠ্যপুস্তক উৎসব ২০২৩
- বাঙলাকথা
- Jan 2, 2023
- 1 min read
বাঙলাকথা প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতনে ১ জানুয়ারি রোববার জাতীয় পাঠ্যপুস্তক উৎসব ২০২৩ সম্পন্ন হয়েছে। বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আনন্দ উদযাপন করেছে।

সকাল ১১টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতনে পাঠ্যপুস্তক উৎসব আরম্ভ হয়। বিদ্যনিকেতনের প্রধান শিক্ষিকা ফারজানা মাহমুদের সভাপতিত্বে আয়োজিত পাঠ্যপুস্তক উৎসব পরিচালনা করেন বিদ্যানিকেতনের সহকারী প্রধান শিক্ষক নাঈম দুর্জয়। বিদ্যানিকেতনের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষানুরাগীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। নতুন বইয়ের গন্ধে কোমলমতি শিক্ষার্থীরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করে এবং পড়াশোনা করে তারা সত্যিকারে মানুষ হওয়ার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।

উল্লেখ্য, নজরুল গবেষক মোঃ জেহাদ উদ্দিন ২০১৯ খ্রিষ্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় তার নিজ গ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতন প্রতিষ্ঠা করেন। প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণি পর্যন্ত বিদ্যানিকেতনে পড়ার সুযোগ রয়েছে। এটি সম্পূর্ণ অলাভজনক একটি ব্যতিক্রমী স্কুল। এতে মক্তব, খেলাধূলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, তথ্য-প্রযুক্তি, পাঠাগারসহ প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা রয়েছে। শিক্ষকগণের নিবিড় তত্ত্বাবধানে আনন্দের সাথে শিক্ষার্থীরা পড়াশোনা করে।

コメント