top of page

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতনের বার্ষিক সংকলন 'নজরুল ১৪২৭' এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত॥

Updated: May 6, 2021

নিজস্ব প্রতিবেদক॥



গত ২১ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বেড়তলা গ্রামে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতন প্রাঙ্গনে আয়োজিত হয় একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বার্ষিক সংকলন 'নজরুল ১৪২৭' এর মোড়ক উন্মোচন |

চিত্র​: 'নজরুল ১৪২৭'


অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট নজরুল গবেষক ও অর্থ মন্ত্রণালয়ের উপসচিব জনাব মোঃ জেহাদ উদ্দিন। অতিথির আসন অলংকৃত করেন অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার জনাব সুনীল চন্দ্র দেব,সাবেরা সোবহান বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব নুরুজ্জামান চৌধুরী। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক জনাব শেখ সিরাজুল ইসলাম, এটিএন বাংলার জেলা প্রতিনিধি জনাব ইসহাক সুমন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


চিত্র​: 'নজরুল ১৪২৭' মোড়ক উন্মোচন

চিত্র​: 'নজরুল ১৪২৭' মোড়ক উন্মোচন


চিত্র:জীবনের প্রথম স্কুল ম্যাগাজিন হাতে এক অন্যরকম অনুভুতি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতনের কোমলমতি শিক্ষার্থীদের।


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতনের বার্ষিক সংকলন "নজরুল ১৪২৭" এর পিছনে ছিল অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং পরিচালনা পর্ষদের নিরলস পরিশ্রম।

বাণী প্রদান করেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী, জনপ্রশাসন সচিব, জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহি কর্মকর্তা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনী খিলখিল কাজী প্রমুখ।

"নজরুল ১৪২৭" এ লেখা প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী, শিক্ষক এবং বিশিষ্টজনেরা।


বিশিষ্টজনদের হাতে "নজরুল ১৪২৭" তুলে দেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো: জেহাদ উদ্দিন।


চিত্র: জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুনের হাতে "নজরুল ১৪২৭" তুলে দেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো: জেহাদ উদ্দিন

চিত্র: বিশিষ্ট কথাসাহিত্যিক, গীতিকার, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মফিজ উদ্দিন আহমেদের হাতে "নজরুল ১৪২৭" তুলে দেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো: জেহাদ উদ্দিন।

চিত্র: প্রথম আলোর সিনিয়র রিপোর্টার ফখরুল ইসলাম হারুনের হাতে "নজরুল ১৪২৭" তুলে দেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো: জেহাদ উদ্দিন

চিত্র:গভীর অভিনিবেশ সহকারে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতনের প্রথম স্কুল ম্যাগাজিন- নজরুল ১৪২৭ দেখছেন বিদ্যানিকেতনের সম্মানিত উপদেষ্টা কিংবদন্তিতুল্য নজরুল সঙ্গীত শিল্পী উস্তাদ ইয়াকুব আলী খান।

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page