top of page

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতর ২০২১ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতনের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং শিক্ষার্থীদের জন্য সীমিত পরিসরে আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল হক মৃদুল।

এ সময় তিনি মৌলভী আব্দুল করিম মাস্টার পাঠাগার ও প্রজ্ঞাকেন্দ্রও পরিদর্শন করেন। তিনি প্রতিষ্ঠান দু’টির ভূয়সী প্রশংসা করেন।

অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ জেহাদ উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত অনাড়ম্বর এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক মৃদুল বলেন, ঈদের দিন আমাদের সকলের জন্য অত্যন্ত আনন্দের দিন। একইসাথে করোনার কারণে দীর্ঘ প্রায় দেড় বছর যাবত বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সীমিত পরিসরে হলেও ঈদ উপলক্ষে বিদ্যালয়ের ইউনিফর্ম পরিধান করে তাদের স্কুল ক্যাম্পাসে আসার সুযোগ পেয়েছে-যা তাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক।

তিনি বলেন, বিদ্যানিকেতন ও পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ জেহাদ উদ্দিন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আপনাদের সকলের প্রিয়ভাজন। তিনি জাতীয় পর্যায়ে একজন নজরুল গবেষক এবং কবি ও সাহিত্যিক হিসেবে সুপরিচিত। তিনি প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার প্রসারে যে আলো প্রজ্জ্বলন করেছেন তা সারাদেশে ছড়িয়ে পড়বে।

এ বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে দেশমাতৃকার অগ্রযাত্রায় বিপুল অবদান রাখবে বলে তিনি প্রত্যাশা করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতনের একজন উপদেষ্টা হিসেবে তাকে গ্রহণ করায় তিনি বিদ্যানিকেতন পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এর অগ্রযাত্রায় সব সময় পাশে থাকার ঘোষণা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ত্রিপুরার সর্বপ্রাচীন দৈনিক মানুষ পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম বলেন, মোঃ জেহাদ উদ্দিন একজন আধ্যাত্মিক কবি ও বিশিষ্ট নজরুল গবেষক।

মরমী সাধক হাসন রাজা, বাউল সম্রাট শাহ আব্দুল করিমসহ আমাদের লোকজ শিল্প, সাহিত্য-সংস্কৃতির প্রতি রয়েছে তার গভীর অনুরাগ। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতন এবং মৌলভী আব্দুল করিম মাস্টার পাঠাগার ও প্রজ্ঞাকেন্দ্রের উত্তরোত্তর সমৃদ্ধি কামন করেন।

অনাড়ম্বর এ আয়োজনে মরহুম মৌলভী আব্দুল করিম মাস্টার-এর বড় ছেলে আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page