top of page

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নাঈম দুর্জয়

২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতন। ভিবিডি ব্রাহ্মণবাড়িয়া জেলার সহায়তায় তারা আয়োজন করে দিনব্যাপী অনুষ্ঠানমালা.।


সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান কর্মসূচী। তারপর, বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা।

দিবসটি উপলক্ষে বিভিন্ন খেলাধুলার আয়োজনও করেন তারা। ছেলে শিক্ষার্থীদের জন্য মোরগ লড়াই ও মেয়ে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় দড়ি লাফ।

প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ফারজানা মাহমুদ। এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যানিকেতনের শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও ভিবিডি ব্রাহ্মণবাড়িয়া জেলার একঝাঁক স্বেচ্ছাসেবী।

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page