top of page

জীবনের ধারাপাত।। মোঃ জেহাদ উদ্দিন


ঠিকঠাক কর সবে জীবনের ধারাপাত দল বেঁধে যাই চলো ময়দানে আরাফাত। নারায়ে তাকবির আল্লাহু আকবার ডাকে পথে চারিদিক ডাকে শোন রাহবার। ঝেড়ে ফেল পাপ তাপ পথ যেন হয় ঠিক ঐ শোন উঠে রব লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক লা শারিকা লাকা লাব্বায়িক। ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বায়িক।। স্রষ্টা ই জানে তোমার মঙ্গল কিসে হয় মঙ্গল নিশ্চিতে দিয়াছেন গাইড বই সরাসরি বাণি তাঁর "কোরআন" নাম হয় কোরআন বুকে লয়ে চলো সবে আরাফাত ঠিকঠাক হয়ে যাক জীবনের ধারাপাত।। হেরা ‌পর্বত আজি জেগে ওঠে দেখ ঐ মোহাম্মদী নূরে গোটা জগত আলোময়। জাগে সিদ্দিক, ওমর, ওসমান, আলী হায়দার জাগে খালিদ, বেলালের আজান আল্লাহু আকবার। পৃথিবীর সব স্রোত মিশে আজ আরাফাতে জাগে দেখ মুসলিম জাগে সব এক সাথে পড়ে সব শ্বেতবাস, শেষ হলো কারাবাস চারিদিকে দেখি আজ মুক্তির উচ্ছ্বাস ভালোবাসা চারিদিক নাই কোনো জাতপাত চারিদিকে দেখি আজ মুক্তির আরাফাত ঠিক হয়ে গেল আজ জীবনের ধারাপাত।। (পবিত্র হজ্জ এর দিন।। ১৪৪৩ হিজরি। ০৮ জুলাই ২০২২)

Recent Posts

See All
বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয় শ্যামলীমার টানে হারিয়েছে, কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে। বাংলার মাটি সবুজের ঘাটি...

 
 
 

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page