জননী জন্মভূমি।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Jun 26, 2022
- 1 min read

ওগো জননী জন্মভূমি বাংলাদেশ আমার
তুমি আমার ভালোবাসা আমার আহংকার।
তোমার কোলে জন্ম আমার স্বপ্ন তোমার বোলে
তোমারই নাম লেখা আমার হৃদয় অতলে।
তুমি চিরসাথী সঙ্গী আমার।
তোমার নদী নালা জমিন আসমান
ঘিরে আছে আমার এ অবুঝ প্রাণ।
আমি এত প্রেম পাব কোথা আছে বা কাহার।।
ঢাকা, ২৬ জুন ২০২২
Comments