জয়।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Dec 11, 2021
- 1 min read
জয় হোক জয় হোক জয়
আসে ঐ আমাদের বিজয়
জয় হোক জয় হোক জয়।।
রক্ত সাগর পেরিয়ে আমরা
ভয়কে করেছি জয়
আমাদের বিজয়ের নিশান উড়ে
সত্যের হয়েছে জয়।।
জয় হোক জয় হোক জয়...
আমরা পেয়েছি স্বাধীন দেশ
আমরা কাহারো অধীন নই
অত্যাচারী আর জালিমেরে সব
শক্তহাতে মোরা করে যাই লয়।।
জয় হোক জয় হোক জয়.....
(ঢাকা, ১০ ডিসেম্বর ২০২১)
Comments