ট্রেন।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Sep 28, 2021
- 0 min read
ট্রেন চলে হনহনিয়ে
ঝনঝনিয়ে
তেপান্তরের মাঠ পেরিয়ে।
ট্রেন চলে টক টকা টক
হট হটা হট
গাঁয়ের বধূর চোখ এড়িয়ে।
ট্রেন চলে দুলদুলিয়ে
হল হলিয়ে
কাব্যগাঁথার ছন্দ তুলে।
ট্রেন চলে ফুঁসফুঁসিয়ে
হকচকিয়ে
পথিকটারে ভড়কে দিয়ে।
ট্রেন চলে হুঁ হুঁ করে
শোঁ শোঁ করে
বনি আদম সঙ্গে নিয়ে।
ট্রেন চলে হাস্য রসে
পাথর ঘষে লৌহ কষে
যাত্রীরা সব থাকে বসে।
(এগারসিন্দুর ট্রেন, ঢাকা থেকে ভৈরবের পথে,
28 সেপ্টেম্বর 2018)
Comentários