ড. মুহাম্মদ শহীদুল্লাহর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
- বাঙলাকথা
- Jul 13, 2022
- 1 min read
Updated: Jul 14, 2022
ফরিদ সাইদ
ভাষাসৈনিক , বহুভাষাবিদ ও জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ (রঃ) -এর ৫৩তম মৃত্যুবার্ষিকীতে ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ও বাগে- মুসা খান মসজিদের পশ্চিমাংশে শায়িত সমাধিতে বাদ আসর কবি সৈয়দ নাজমুল আহসানের পরিচালনায় তাঁর আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ জেহাদ উদ্দিন , বিশিষ্ট সংগঠক মুসলেহ উদ্দিন খান মজলিস, বিশিষ্ট সংগঠক ডাঃ মুক্তাদীর, ছড়াকার ফরিদ সাইদ , হাসান আল বান্না , বিশিষ্ট ব্যাংকার রিয়াদ জাহান রানা, নাজির আহম্মেদ , মোঃ রিপন আলী, শায়লা পারভীন ইতি, শিউলি আক্তার প্রমুখ।
Comments