তাঁদের পাশে দাঁড়াই।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Jun 19, 2022
- 1 min read

বানের জলে যায় গো ভেসে আমার সিলেট সুনামগঞ্জ
ও ভাই! ভাসে মানুষ ভাসে প্রাণী ভেসে যায় গো গেরাম গঞ্জ।
হায় রে! কালকে যাদের গৃহ ছিল, ছিল সুখের কলরোল
আজকে তাদের ভাসিয়ে নিল প্রলয়ংকরী বানের জল।
ও ভাই! ছিন্নপাতা হয়ে ভাসে সাজানো সব নিকুঞ্জ।।
আজি আকাশ কাঁদে বাতাস কাঁদে, কাঁদে বিশ্বমানবতা
ও ভাই! তাঁদের পাশে দাঁড়াও সবে, তাঁরা চাহে সহমর্মিতা।
চল বানভাসিদের পাশে দাঁড়াই, আমরা গড়ি প্রেমের নিকুঞ্জ।।
(ঢাকা, ১৯ জুন ২০২২। চলার পথে)
Comments