তুমি আমার।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Mar 22, 2022
- 1 min read

ছবি: ইন্টারনেট
তোমার সাথে কাটে আমার সন্ধ্যা সকাল বেলা
তোমার সাথে কাটে আমার অলস দুপুরবেলা
তোমার সাথে জীবন আমার বাঁধা সারাবেলা
তুমি আমার ভালোবাসার চিরদিনের ভেলা।।
তুমি আমার প্রিয় অপরূপা স্বর্গের অপ্সরী
তুমি আমার বহতা নদী আমি মাঝি তুমি তরী
তুমি আমার আশার আলো দিনমান ছেলেখেলা
তোমার সাথে বন্ধন আমার, নাই কোনো হেলাফেলা।
ঢাকা, ২২ মার্চ ২০২২
Comments