তোমার চোখে ।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Jun 5, 2021
- 1 min read
আহা, কী গভীরতা দেখেছি আমি তোমার দু'চোখ জুড়ে আমি তোমার পানে পেতেছি দু'হাত শিশির-ভেজা ভোরে। সাত সাগরের আহাজারি আমি শুনেছি তোমার শূন্য বুকে ম্যারিয়ানার গভীরতা আমি দেখেছি তোমার উদাস চোখে। তোমার চোখে চোখ পড়লে এ ধরনী টলমল করে মহাজোয়ারে শত সাগরের কল্লোল যেন আছড়ে পড়ে প্রেমহীন এই মরুর 'পরে। কী যেন সব অব্যক্ত কথা ছটফট করে তোমার আমার মনের কোণে আমাদের দুটি হিয়ার দিন কাটে এখনও কত মিছে আশার স্বপন বুনে! জানি হৃদয়ের যত বেদনা তারই নাম কালো তিল ঐ চোখের মণি তোমার চোখে তাকালে আমি স্তব্ধ হয়ে শুনি সেই বেদনার মর্মর ধ্বনি। হাঁটার পথে।। ঢাকা, ৫ জুন ২০২১
Comments