থাকতে সময় ।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Jun 1, 2021
- 1 min read
কখন তুমি বিদায় নেবে কেউ তা জানে না কোথায় শয়ন হবে তোমার কোথায় ঠিকানা! আছে রিটার্ন টিকেট তোমার কাছে টাইম টেবিল নাই জানা খেলা যে সব সাঙ্গ হবে ফিরতে হবে তবু যে বেতাল দিওয়ানা।। কবে তাল ফিরবে তোমার হুঁশ ফিরবে আছে কি তা জানা? তুমি ভাই একলা মানুষ, আল্লাহ ছাড়া সঙ্গী কেহ নাই তাঁরে তুমি ছেড়ে দিয়ে থাকবে কোথায় কাহার ভরসায়? তুমি থাকতে সময় হও রে তাঁহার আশিক দিওয়ানা।। ------ ঢাকা, ১ জুন ২০২১
Commentaires