top of page

দিব্যি আছি!! তানজীনা ফেরদৌস

এই তো বেশ অভ্যস্ত হয়ে গেছি বহুরূপীকে আজ আর ভয় করি না, যেদিন গুলো ছিল প্রেম,মোহ, স্বপ্নে রঙিন। সেই দিনগুলো মনে করে আজ অট্টহাসির দিন। এই তো দিব্যি আছি, উত্তর খুঁজি... প্রতিশ্রুতি কেন রাখতেই হবে তোমার? যেদিন গুলো কেটে গেছে অনন্তহীন সুযোগ চেয়ে সেদিন গুলো বাস্তবতায় ধোঁয়াশা হয়েছে সুযোগ পেয়ে। কথা রাখোনি, তাতে কি-বা আসে যায়? তুমি কথা রাখবে, এই আশাতে কি আমার দিন কেটে যায়? এখন আমারও দিন কাটে নিষ্ঠুরতা শিখতে, নিজের সম্মান যে পথে লুটিয়েছি তা খুঁজেতে। আজ আমি শক্ত ভীষণ, কি ভাবছো, সেই আগে মতন? শামুক ছিলাম উপর টা শক্ত আবরণ আর মনটা নরম। এখন আমার হৃদয় দাঁড় বায়, শেকল দিয়ে আবেগ আঁটকায়। এই তো বেশ বাস্তবতা শিখে গেছি, তুমি নামক মাদকতায় যে নেশাগ্রস্থ ছিলাম। তার প্রতিষেধক না পেয়েও, নেশা কাটিয়ে উঠেছি। আমি এখন নিজেই নিজের স্বপ্ন দেখি, সেই রাজ্যে রাজা ছাড়াই রানী সাজি। এই তো বদলে গিয়ে ভালো আছি.. স্বার্থপরতার মোড়কে মোড়া সম্পর্কের রোজ অভিনয় দেখি। দেখতে দেখতে শিখেও গেছি বেশ, এখন শুধু নিজের মতো বোকা মানুষ খুঁজি। যাকে আমি হুঁশিয়ার করতে পারি, বিশ্বাস না করে রাখো জীবন বাজি। ১৮/৩/২০২২ মোহাম্মদপুর, ঢাকা।

Recent Posts

See All
বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয় শ্যামলীমার টানে হারিয়েছে, কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে। বাংলার মাটি সবুজের ঘাটি...

 
 
 

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page