দেশের গান।।মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Feb 18, 2022
- 1 min read
এই বাংলাদেশের পথে ঘাটে বাজায় আমি বাঁশি আমি জনম জনম ধরে মাগো তোমায় ভালোবাসি। তোমার আলো তোমার ছায়া তোমার বৃক্ষ মূল আমায় মুগ্ধ করে, করে পাগল, করে গো আকুল ওগো আমি তোমার আঁচল বাঁধা জনম সন্যাসী। মা গো তোমার আছে সুদূর অতীত অসীম সম্ভাবনা আমি তোমার জমিন জুড়ে আঁকি সুখের আল্পনা তুমি আমার জীবন মরণ ওগো আমার কান্না হাসি।। ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২২, হাঁটার সময়।
Comments