দেশের গান।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Mar 19, 2022
- 1 min read

আমার চোখে আছে সবুজ শ্যামল বাংলা মায়ের ছবি আমি সেই রূপে ভাই ডুবে থাকি আমি চিরকালের কবি। যখন ধূসর মাটি ঊষর হয়ে সবুজে ঢেউ খেলে আমি তখন যাই গো উড়ে সুখের পাখনা মেলে এই বাংলা ছাড়া আমার কাছে তুচ্ছ্ব যে ভাই সবই। ঝিরি ঝিরি বায়ু বহে ঐ সবুজ ধানের ক্ষেতে পাখ-পাখালি দিনমান ভাই থাকে সুখে মেতে আমি তাদের সাথে দিন কাটাবো তাই না বসে ভাবি। (১৯ মার্চ ২০২২। ছবি বেড়তলা, ১৮ মার্চ। ছবি থেকে গান)
Comments