দয়া।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Dec 5, 2021
- 1 min read
হে প্রভু মোর দয়ার সাগর দয়া কর আমারে আমি অধম পাপী কাঁদি এই ভব মাজারে।। তোমার ইচ্ছায় আসি আমি এই ক্ষণ কালের ধরায় যাব চলে তোমার ইচ্ছায় কোন সে অচিন দুনিয়ায় তোমারি সাধ হোক মম সাধ টেনে ধর আমারে।। হে কবি! তব ভালোবাসার কবিতা যে এই আমি তোমার ছন্দে আমার জীবন নেচে উঠে হে স্বামী তোমার বাণী শুনি সদা আমার এই অন্তরে।। ঢাকা, ৫ ডিসেম্বর ২০২১
Commentaires