দশদিন বাড়ল ইসলামী বইমেলার মেয়াদ
- বাঙলাকথা
- Nov 2, 2021
- 1 min read
বাঙলাকথা প্রতিবেদক

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে চলমান মাসব্যাপী ইসলামি বইমেলার মেয়াদ আরও দশদিন বেড়েছে। আগামী ১২ নভেম্বর পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকছে।

বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পবিত্র জন্ম ও ওফাত উপলক্ষে রবিউল আউয়াল মাসব্যাপী আয়োজিত ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানমালার সমাপনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এ ঘোষণা প্রদান করেন। প্রতিমন্ত্রী বলেন, বইমেলা ব্যাপক জমে উঠেছে। বহু লোকজন বইমেলায় আসছেন। জনগণের ব্যাপক আগ্রহের বিষয়টি বিবেচনা করে মেলার মেয়াদ আরও দশদিন বাড়ানো হল। খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক বছরের তুলনায় এবারের বই বিক্রির হার অনেক বেশি। মেলায় ইসলামী বই প্রেমীদের ভিড় বেশ লক্ষণীয়। মেলায় এবার ৬২টি স্টল স্থান পেয়েছে। উল্লেখ্য, কোভিড পরিস্থিতির কারণে গত দুই বছর মেলার আয়োজন সম্ভব হয় নি।
Comments