নাত-ই-রাসূল ।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Aug 2, 2021
- 1 min read
আমারে ভাই লইয়া যাও রে নবীজীর দেশে
আমি কাঙাল হয়ে বসে আছি দুঃখ মলিন বেশে।।
আমার হৃদয়ে নাই শান্তি আমি মরি মরু পিপাসায়
নূর নবীজীর সাক্ষাৎ বিনে আমার মনে শান্তি নাই
পাক মদীনার ধূলায় শুয়ে আমি মরিতে চাই হেসে।।
আমি দুঃখে ভরা সায়রে ভাই আছি বড় অসহায়
কে আমারে লইবে টেনে নবী ছাড়া দিশা নাই
আমি খাদেম হয়ে থাকতে চাই গো পাক রওজার পাশে।।
(ঢাকা, ২ আগস্ট ২০২১)

Comments