নাত-ই-রাসূল (সাঃ) ।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Jun 14, 2021
- 1 min read
আজিও ধন্য, ধন্য পৃথিবী, ধন্য হলো, কত যে
রাসূলে আরাবী আজিও আছেন ধরারই মাঝে
মদিনা নগরে, নবীর শহরে, আছে রওজা মোবারক
সকল সৃষ্টি আসিয়া সেখানে পায় মাবুদের তবারক
ভালোবাসার মিলনমেলায় এইখানে আজ সকলে মজে।।
সবার আরাধ্য প্রিয় নবীজী নাজিল হলেন মাটির ধরায়
এই আনন্দে আত্মহারা মোরা, এই আনন্দ কোথায় লুকায়
সেই আনন্দ, বিরাজ করে, মোদের সকল কর্মে কাজে।।
সাইয়্যেদে কাউনাইন রাসূল আমার সবার প্রিয় মোহাম্মদ
ধূলির ধরায় আজিও শুয়ে মাগিছেন খোদার নিত্য রহমত
(দেখ) তাঁহার টানে বিশ্বজাহান কেমনে ছুটে আসে যে।।
ঢাকা, ১৪ জুন ২০২১
Comments