নামাজ।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Sep 5, 2021
- 1 min read
যদি হয় নামাজ কাজা পাবি তুই অনেক সাজা বৃথা তোর হবে জীবন পাইবি না রেহাই। ও রে মন নামাজ পড়তে যাই চল নামাজ পড়তে যাই।। দিনে পাঁচবার তুই হাজির হবি শোন মসজিদে আজান তোর যাত্রা পথে কাঁটা বিছায় ঐ আজাজিল শয়তান ভবের মোহমায়া ছেড়ে দাঁড়া নামাজে সোজা।। তুই কল্যাণের পথে যাবি শোন হাইয়্যা আ’লাল ফালাহ সেই সুরে ভেসে ভেসে ভুলবি রে সব জ্বালা নামাজে দাঁড়া ও মন সুখ যাবে বোঝা।। (ঢাকা, ০৫ সেপ্টেম্বর ২০২১)
Comments