নূর।। কাজী শাহজাহান
- বাঙলাকথা
- Dec 14, 2021
- 1 min read
যে নূরে তুমি নূরী শানে নুযুল না জানলে কলবে জমবে আবর্জনার আস্তরণ না জেনে আদি-অন্ত আত্মার বেদ-বেদান্ত গুরু প্রেমে ব্যাকুল হলে- সুক্ষ প্রেমে অনায়াসে ঘটে বিচ্যুতি! আছে নূরে ভালোবাসার রজচ্ছটা মনে ভাসে ভ্রান্তির ভেলা কান্ডারী সাইদুল মুরসালীন নবী দরূদের সুর বাজে হৃদমাজারে মোস্তফা !!
Comments