নূর নবীজীর নাম।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Jul 4, 2021
- 1 min read
আমার হৃদয় ডাকে আকুল হয়ে নূর নবীজীর নাম আমি সেই নামেতে ডুবে কাটাই আমার ধরাধাম।। আমার নূর নবীজীর নাম।। (আমি) তাঁহার নামের মধু পিয়ে মধুর করি জীবন ভাই আমি শত ব্যথায় হেথায় ও ভাই আমার সুখের সীমা নাই আমি রই যে তাঁহার চরণ ধরে জানাই দরূদ ও সালাম।। আমার নূর নবীজীর নাম।। আমার হেদায়েতের রাহবার তিনি মুক্তির কাণ্ডার (তিনি) সারা জাহানে আল্লাহ পাকের রহমতের ভাণ্ডার জগতসভায় আনলেন তিনি খোদার দীন ইসলাম।। আমার নূর নবীজীর নাম।। ঢাকা, ৪ জুলাই ২০২১
Comments