নজরুল ইনস্টিটিউটে অগ্নি-বীণা কাব্যগ্রন্থের শতবর্ষ উদযাপন
- বাঙলাকথা
- Nov 22, 2022
- 1 min read
২০ নভেম্বর ২০২২ বিকাল ৩টায় কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ’অগ্নি-বীণা’ কাব্যগ্রন্থের শতবর্ষ’ শীর্ষক আলোচনা ও প্রশিক্ষণার্থীদের সমবেত সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির আসন অলংকৃত করেন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ও কবি নজরুল ইনস্টিটিউটের সম্মানিত চেয়ারম্যান জনাব খায়রুল আনাম শাকিল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় কবির পৌত্রী ও কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য জনাব খিলখিল কাজী। সভাপতিত্ব করেন সরকারের অতিরিক্ত সচিব ও কবি নজরুল ইনস্টিটিউটের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ জাকীর হোসেন। আলোচনা করেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ও নজরুল-গবেষক জনাব মোঃ জেহাদ উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন সরকারের উপসচিব ও কবি নজরুল ইনস্টিটিউটের সচিব জনাব মোঃ রায়হান কাওছার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনস্টিটিউটের সহকারী পরিচালক জনাব মোঃ ফখরুল আলম। সাংস্কৃতিক পর্বে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন কবি নজরুল ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থী শিল্পীবৃন্দ।
Commentaires