top of page

নজরুল এঁর ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন।। সিএনসি নজরুল পদক পেলেন মোঃ জেহাদ উদ্দিন

মাহবুবুল হক



সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি) বরাবরের মতো এবারও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর মৃত্যুবার্ষিকী (৪৫তম) উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে । মহামারীর কারণে বহিরাঙ্গে অনুষ্ঠান না করে অনলাইনের মাধ্যমে ইভেন্টটি সম্পন্ন করেছে। গত রোববার ৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে ভার্চুয়াল লাইভ ইভেন্টটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বিশিষ্ট নজরুল গবেষক, লেখক, সংস্কৃতিজন ও ঊর্ধ্বতন সরকারী কর্মকর্তা মোঃ জেহাদ উদ্দিন এবং বরেণ্য আবৃত্তি শিল্পী, সংস্কৃতিজন ও আইনজীবী নাসিম আহমেদ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সিএনসির নির্বাহী পরিচালক মাহবুবুল হক। সঞ্চালনায় ছিলেন সিএনসির মিডিয়া এক্সিকিউটিভ ইসমাইল হোসেন। প্রধান অতিথি তাঁর ভাষণে বলেন '' কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। সরকারীভাবে গেজেট নোটিফিকেশান না হলেও কোনো অসুবিধা নেই। কেয়ামত পর্যন্ত এটা নিয়ে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। কারণ ১৬ কোটি মানুষের হৃদয়ে এই বিষয়টি খোদাই হয়ে আছে এবং বাংলাদেশের স্বাধীনতার মূল স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ গত ৫০ বছরে রাষ্ট্রের ও সরকারের তাবৎ কর্মকর্তারা কবিকে জাতীয় কবি হিসেবে সম্বোধন করে আসছেন। মানুষের জন্য 'নৈতিক ভালোবাসার' ওপরে অন্য কিছু নেই। মানুষ কবিকে শ্রদ্ধায় ও ভালোবাসায় জাতীয় কবি বলে হৃদয়ে গ্রহণ করে নিয়েছে। এটাই বড় কথা। এর ওপর আর কোনো কথা নেই''। তিনি আরও বলেছেন '' জাতীয় কবি হিসেবে তিনি শুধু আমাদের কাব্য, সাহিত্য, সংস্কৃতি, নাটক বা সঙ্গীতের সাথেই শুধু সম্পৃক্ত নন, তিনি আমাদের রাষ্ট্র, সরকার ও জনগণের মননের সাথেও সম্পৃক্ত। আমাদের মুক্তিযুদ্ধে তাঁর অবিস্মরণীয় অবদান রয়েছে। আমাদের আত্মপরিচয় ও জাতিসত্তা বিনির্মাণে তার লিখা মৌলিক অবদান রেখেছে। তিনি শুধু আমাদের কবি নন। তিনি বিশ্বজাহানের কবি। তাঁর বিদ্রোহী কবিতাকে এযাবৎ কালীন বিশ্বের শ্রেষ্ঠতম কবিতা বলে চিহ্নিত করা হচ্ছে। এবিষয়ে আমরা গর্ব অনুভব করতে পারি। আমাদের সিলেবাস ও কারিকুলামের সর্বস্তরে তাঁর লেখা সন্নিবেশ করতে হবে। তবেই আমরা সোনার মানুষ হিসেবে গড়ে ওঠতে পারবো''। অনুষ্ঠানের বিশেষ এক পর্যায়ে বিশেষ অতিথি মোঃ জেহাদ উদ্দিন কে 'জাতীয় কবি নজরুল সিএনসি পদক' প্রদান করা হয়। -----------------------

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page