নজরুল।। কাজী শাহজাহান
- বাঙলাকথা
- Aug 27, 2021
- 1 min read
নজরুল কী করে ভুলি তোমায়?
তুমি তো জাতি সত্তার অধিকারী
অসাম্প্রদায়িক চেতনার কান্ডারী
শ্রমজীবী মেহনতি মানুষের পরম বন্ধু-
তোমার অবয়বে , কবিতায়, কর্মে
আচরণে শ্রেণি সংগ্রাম, মানুষের অধিকার
তোমার গানে দ্রোহ আর প্রেমের রসায়ন
যোজন যোজন দূরে তুমি গণমানুষের কবি-
শত বছর পরেও বিপুল বিস্ময়ে প্রাসঙ্গিক
চুরুলিয়া, ত্রিশাল, কুমিল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রাক-প্রাথমিক হতে উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয়
সকল পাঠ্যক্রমে তোমার সরব উপস্থিতি-
তোমার কথা আর সুরে অনেকের ঘর
যুদ্ধের মাঠ, প্রেমের উপাখ্যান, মসজিদের বয়ান
মন্দিরের কীর্তন, শিশুদের নৃত্য হয় বাঙময়
প্রয়াণ স্মরণে জাতীয় কবি শতত বিস্ময়!!
Kommentare