top of page

নজরুল গবেষক আসাদুল হক এর ইন্তেকাল


বিশিষ্ট নজরুল গবেষক, রেকর্ড সংগ্রাহক, লেখক আসাদুল হক আজ ০৮ জুলাই ২০২২ ঢাকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন।

তাঁর ইন্তেকালে বাঙলাকথা, নজরুল স্টাডি সেন্টার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতন, নজরুল সরোবর, মৌলভী আব্দুল করিম মাস্টার পাঠাগার ও প্রজ্ঞাকেন্দ্র গভীর শোক প্রকাশ করছে।

আসাদুল হক এর জন্ম : ১৩. ০৪. ১৯২৭। আসাদুল হক তার স্মৃতির মণিমুক্তা দিয়ে রচনা করেন ১৮টি গ্রন্থ তাদের মধ্যে : ১. নজরুল স্বরলিপি (৪র্থ খণ্ড)-১৯৮৯ ২. নজরুল সঙ্গীতের রূপকার-১৯৯০ ৩. চিত্রপুরীর আঙিনায় কবি। | নজরুল-১৯৯২, ৪. চলচিত্রে নজরুল | (বাংলা একাডেমী প্রকাশিত)-১৯৯৩ ৫. অন্তরঙ্গ আলােকে নজরুল ও প্রমীলা-১৯৯৫ ৬. অমর সুরের যাদুকর (শিল্পকলা একাডেমী প্রকাশিত)-১৯৯৬, ৭. নজরুল সঙ্গীতের অবিস্মরণীয় | শিল্পী (নজরুল একাডেমী প্রকাশিত)-১৯৯৯। ৮. নজরুল যখন বেতারে (শিল্পকলা একাডেমী প্রকাশিত)-১৯৯৯ ৯. ইসলামী ঐতিহ্যে নজরুল সঙ্গীত-২০০০ ১০. চুরুলিয়ার যাত্রী-২০০০ এবং নজরুলের শ্রুতিধর ধীরেন দাস২০০৪ উল্লেখযােগ্য এক, দুই, তিন, পাঁচ, নয় এবং দশ নম্বরের বইগুলাে প্রকাশ করেছে ঢাকা নজরুল ইন্সটিটিউট।

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page