top of page

নবীজীর অবমাননাকারীদের বিরুদ্ধে মিছিল।। নুপুর শর্মার টুইট

বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অবমাননার বিরুদ্ধে আজ ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে সাধারণ মানুষ ঢাকার মিরপুরে এক প্রতিবাদ মিছিল বের করে। ভারতের নুপুর শর্মাসহ নবীজীর অবমাননাকারী সকলকে মানবজাতির কুলাঙ্গার হিসেবে আখ্যা দিয়ে এদেরকে কঠোর হাতে দমন করার জন্য এ মিছিল থেকে দাবি জানানো হয়।

এদিকে আজ জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ দেশের বিভিন্ন মসজিদ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়।

অপরদিকে নুপুর শর্মা জুমার দিনকে সামনে রেখে বৃহস্পতিবার এক টুইটবার্তায় প্রতিবাদকারীদের সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে এদের প্রতিহত করতে ভারতের পুলিশকে প্রস্তুত থাকতে বলেছেন।


ঢাকা, ১৭ জুন ২০২২।

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page