নবীজীর শানে।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Jun 10, 2022
- 1 min read

বাজে নূপুর জগতজুড়ে পড়ে দরূদ
পালায় ভূবন থেকে ফারাও নমরূদ
ঝলমল আলোয় সবে জানায় সালাম
মোহাম্মদ মোস্তফা আস্ সালাম
সরদারে কাইয়্যেনাত আস্ সালাম।।
এলেন দরদী নবী লয়ে খোদার কালাম
সকল সৃষ্টি খোঁজে পেল 'আপনার' দাম
আজি আনন্দ চিত্তে উড়ে নায়ের বাদাম
পড়ে দরূদ, "মোহাম্মদ! আস্ সালাম"!
রাহমাতাল্লিল আলামীন! আস্ সালাম।।
আজি বঞ্চিত, মজলুম, অভাগা সব
ওরা মুক্তির পয়গামে করে আনন্দ-রব
আজি কোথায় ভেসে গেল প্রেতাত্মা সব
সবাই খোলে নতুন করে হিসাব বালাম!
পড়ে দরূদ, "মোহাম্মদ আস্ সালাম!'
ওগো সিরাজাম মুনিরা! আস্ সালাম!
(ঢাকা, ১০ জুন ২০২২। রাত ১০:১৫। সচিবালয় থেকে ফেরার পথে)
Commentaires