নবীজীর শানে।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Sep 12, 2022
- 1 min read

এই ধূলিমাখা ধরনী আজ হলো নূরে মাখা আজকে হেথায় তশরিফ আনেন আল্লাহ পাকের সখা। দেখ হরবুল ফুজ্জার যায় থেমে ঐ পারস্যে যায় আগুন নিভে দেখ বিদায় মাগে কাবা থেকে লাত মানাত আর ওজ্জা সবে। আজকে সবার জীবন হবে নতুন করে লেখা। দেখ পাপের আঁধার মাগিছে বিদায় বুঝি জুলুমের দিন শেষ আনন্দে নাচে দুনিয়া জাহান শেষ হলো যতো দুঃখ ব্যথা ক্লেষ সেই বার্তা নিয়ে এলো সুবেহ সাদিকের রেখা। [ঢাকা ১২ সেপ্টেম্বর ২০২২]
Comments