নবী-প্রেম।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Jun 14, 2021
- 1 min read
আমার হৃদয়মাঝে ঢেউ উঠেছে লাগলো পালে দোলা আমি নবী-প্রেমে নাও ভাসাবো সকল দোয়ার খোলা আমার দশদিগন্ত দুলছে দেখ নবীর প্রেমে ভাই আমি প্রেমের স্রোতে ভেসে এবার যাব মদীনায় আশেক আমি পেয়ারা নবীর প্রেমে আত্মভোলা।। আমি কাবা শরীফ তাওয়াফ করে মদীনার পথে ওগো ছুটব হাওয়ার বেগে আমি ছুটব মনোরথে। আমার আল্লাহ রাসূল ছাড়া সবই শিকেয় রবে তোলা ঢাকা, ১৪ জুন ২০২১
Comments