নবী-প্রেম।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Jan 22, 2022
- 1 min read
আমি মক্কা-মদীনাতে যাব কে কে যাবি আয় দিন কাটাব হেসে খেলে নবীজীর রওজায়।। ভুল পথে হায় জীবন আমি করিতেছি পার কি নিয়ে হায় দাঁড়াব ভাই আল্লাহর দরবার! চল আমরা দিন থাকিতে ঠিক জা'গাতে যাই।। আমার নাই রে কোনো পিছুটান আমি জনম মুসাফির যে ক'টা দিন আছে বাকি আমি গড়ব সেথায় নীড় আমি মনের সুখে দিন কাটাব নবীর আঙ্গিনায়।। ঢাকা, ২২ জানুয়ারী ২০২২
Comments