নবী-প্রেম।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Jun 6, 2022
- 1 min read

পড় দরূদ সবে মিলে সাল্লে আলা সেই মধুর নামে সবে হও উতালা ও মন হও উতালা পড় নবী মোহাম্মদ সাল্লে আলা।। যদি ভালোবাসো তুমি আপনাকে যদি স্নেহডোরে বাঁধ সভ্যতাকে তবে আপন কর তার কাণ্ডারিকে ভালোবেসে পড় তুমি তাঁরি মালা।। করুণার নবী-- তিনি ধরার আলো তাঁর নূরের ঝলকে দূর হয় রে কালো তাঁর শানে যারা করে আদব-খেলাপ তারা শত্রু সবার তারা পাবে না মাফ! তারা অমানুষ! তাদের বাড়ে জ্বালা।। (ঢাকা, ০৫ জুন ২০২২। রাত ১১:৫০। অফিস থেকে ফেরার পথে)
Comments