নড়াইল জেলা প্রশাসক ও পৌরমেয়রকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতনেরর স্মারকগ্রন্থ প্রদান
- বাঙলাকথা
- May 5, 2021
- 1 min read
Updated: May 6, 2021

চিত্র: নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান
ব্রাম্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বেড়তলায় সদ্য-প্রতিষ্ঠিত *জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতন* এর স্মারকগ্রন্থ ৫ মে দুপুরে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এবং নড়াইলের সদ্য-নির্বাচিত পৌরমেয়র আঞ্জুমান আরা কে প্রদান করেন উক্ত প্রতিষ্ঠানের

চিত্র: নড়াইলের পৌরমেয়র আঞ্জুমান আরা
সম্মানীয় উপদেষ্টা ও নড়াইলে নজরুল-চেতনার বাতিঘর *ঘ রা মি ঘ র* প্রতিষ্ঠাতা এবং নজরুলচর্চা ও গবেষণা প্রতিষ্ঠান *অগ্নিবীণা*র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, নজরুল-ভাবুক বর্ষীয়ান কবি ও সাংবাদিক এইচ এম সিরাজ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতন স্মারক প্রকাশনা হাতে পেয়ে জেলা প্রশাসক মহোদয় উক্ত বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা, সরকারের অর্থ-মন্ত্রণালয়ের উপ-সচিব মো.জেহাদ উদ্দিনের ভূয়সী প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।
এ সময় সাথে ছিলেন, নড়াইল জেলা অগ্নিবীণার সভাপতি কবি মাহাবুবার রহমান মিঠু, ঘ রা মি ঘ র সদস্য কবি মোশাররফ হোসেন সৈয়দ, মো. ইমদাদুল গাজী ও শেখ মো. হাবিবুর রহমান।
Comments