‘নয়’ (৯) ।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Dec 11, 2021
- 1 min read
বাংলায় এক কথা আছে—‘নয়’।
নয় এর মাঝে আছে নাকি জয়
নয় মাসের যুদ্ধে মোদের এল মহান জয়
বাংলায় এক কথা আছে—‘নয়’।
আকাশ বাতাস কাঁপিয়ে
শত্রুদের সব নাচিয়ে
নয় মাসের যুদ্ধে মোরা
ছিনিয়ে আনি জয়
বাংলায় এক কথা আছে—‘নয়’।
শত্রুরা কি জানত কভু
আমরা এমন যুদ্ধ পারি
পাক হানাদার সেনাদের
তাড়িয়ে দিতে পারি বাড়ি?
অবশেষে ভাই হলো তাই
আমরা ভীত মানুষ নই
সত্য ন্যায়ের সংগ্রামে ভাই
হল মোদের হল জয়।
বাংলায় এক কথা আছে—‘নয়’।
Comentarios