প্রেমিক-প্রিয়া।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Jan 22, 2022
- 1 min read
আমি মহাবিশ্বের মহাপ্রভুর ভাসমান এক খেয়া
আমার মাঝেই পরম প্রভুর যা কিছু দেওয়া নেয়া।
আমার অসীম গগন ভরি আছে যত তারকা হে ইলাহী
সকলি তোমার সৃজন সকলই থাকে মম আঁখি পানে চাহি'
মাটির ধরায় ফোটাও তুমি কত যে কামিনী কেয়া।।
আমার মাঝে আমি তো নহি থাকো তুমি সদা বিরাজমান
তোমায় নিয়েই কাটে গো আমার অষ্ট প্রহর সারা দিনমান
আমি তোমার কলের পুতুল আমরা প্রেমিক-প্রিয়া।।
ঢাকা, ২২ জানুয়ারি ২০২২
Comments