প্রেমিকের খোঁজে কোরআন।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Apr 11, 2022
- 1 min read

কোরআন হলো আল্লাহর বাণী শ্রেষ্ঠ নিয়ামত
কোরআন ধরে থাকিস রে ভাই ভুল হবে না পথ।
যতই আঁধার থাকুক রে ভাই উঠবে ভরে আলোয়
আনন্দে তোর জীবন ভরে উঠবে রে নিশ্চয়ই।
তাই কোরআন দিয়ে গড়তে জীবন আজকে নে শপথ।।
মণি মুক্তায় ভরা কোরআন, ছিল লওহে মাহফুজে
এ পৃথিবীতে হলো নাজেল, তাঁর প্রেমিকের খোঁজে
ও ভাই প্রেম কর আর দিল লাগাও নাও তাঁহারি রহমত।।
৯ রমজান ১৪৪৩ হিজরী (১১ এপ্রিল ২০২২), ঢাকা
Comments