প্রার্থনা।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Aug 14, 2022
- 1 min read

আল্লাহ আমায় দয়া কর ক্ষমা কর পাপ
তব নামের গুণে আমার গুনাহ কর তুমি মাফ।
দুঃখ ব্যথা দূর করে দাও কর আমায় সুখী
আমি দুনিয়াদারী ছেড়ে যেন হই তোমার মুখী।
আমি কভু চাই না পেতে তোমার অভিশাপ।।
আল্লাহ আমায় দয়া কর ক্ষমা কর পাপ.....
তুমি আমায় বানালে গো তোমার প্রতিনিধি
আমি সদাই ভয়ে থাকি ওগো ব্যর্থ হই যদি!
তুমি আমায় শক্তি দাও গো, কর হে পাক-সাফ।।
আল্লাহ আমায় দয়া কর ক্ষমা কর পাপ.....
[ঢাকা, ১৪ আগস্ট ২০২২]
Comments